MikroBilling – Simple But Powerfull

MikroBilling এর মূল থিম “Simple But Powerfull”

আমরা যারা ইন্টারনেট ব্যাবসা করি আমাদের প্রধান সমস্যা প্রতি মাসেই কিছু বিল বকেয়া থেকে যায়। এই কিছু কিছু জমতে জমতে কারোর ২-৩ লাখ টাকা, কারোর ৫-১০ লাখ টাকা, কারোর ২০-৩০ লাখ টাকা আবার কারোর কারোর কোটি কোটি টাকা বকেয়া হয়ে গেছে।