MikroBilling এর মূল থিম “Simple But Powerfull”
আমরা যারা ইন্টারনেট ব্যাবসা করি আমাদের প্রধান সমস্যা প্রতি মাসেই কিছু বিল বকেয়া থেকে যায়। এই কিছু কিছু জমতে জমতে কারোর ২-৩ লাখ টাকা, কারোর ৫-১০ লাখ টাকা, কারোর ২০-৩০ লাখ টাকা আবার কারোর কারোর কোটি কোটি টাকা বকেয়া হয়ে গেছে।