ডিসক্লেইমার: প্রথমেই জানিয়ে রাখছি আমি যে পদ্ধতিতে শতভাগ বিল কালেকশন করতে সফল হয়েছি, সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি।
আমরা প্রতিটা ইন্টারনেট কোম্পানি গ্রাহকের কাছ থেকে বিল কালেকশন করতে হিমশিম খাই। আমাদের প্রত্যেকের ই প্রতিমাসে কিছু বকেয়া থেকেই যায়। এই সমস্যা সমাধান করতে আমি যে পদ্ধতিগুলো অবলম্বন করি সেগুলো নিম্নে দেওয়া হল:
এগ্রিমেন্ট / ক্লাইন্ট ফ্রম ব্যতীত কোন গ্রাহককে সংযোগ দেওয়া যাবে না।
এগ্রিমেন্টে অবশ্যই পেমেন্ট এর ব্যাপার গুলো উল্লেখ থাকতে হবে।
মাসের হিসাব করতে হবে ১ তারিখ থেকে ৩০ তারিখ। কখনোই ডেট টু ডেট বিলিং সাইকেল করা যাবে না।