একটা কোম্পানি কত বড় তা অনেকটা নির্ভর করে কোম্পানিতে কতজন এমপ্লয়ি রয়েছে। আমরা মালিকরা আসলে ব্যবসাকে বড় করতে পারিনা, আমরা কোম্পানির টিম বড় করি এবং টিম কোম্পানি বড় করে।
একটি কোম্পানি থেকে কখন ভালো এমপ্লয়ীরা চলে যায়?
- বেতন কম হলে।
- সঠিক সময়ে বেতন না দিলে।
- কালচার ভালো না হলে।
- বড় হওয়ার সুযোগ না থাকলে।
- অতিরিক্ত কাজ করালে।
- কর্মীদের মধ্যে ভালো সম্পর্ক না থাকলে।
- সময়ের বেশি কাজ করালে।
- সঠিক নেতৃত্ব না থাকলে।
কোম্পানির কালচার ভালো হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের স্ট্রাটেজি যত ভালই হোক না কেন যদি কোম্পানির কালচার ভালো না থাকে সেক্ষেত্রে স্ট্রাটেজি কোন কাজেই আসবে না।
আমরা অনেকেই মনে করি কোম্পানি বড় হলে কোম্পানির কালচার ঠিক করব, কিন্তু সত্য এইটা যে কোম্পানিতে বড় করার জন্য সর্বপ্রথম কোম্পানির কালচার ঠিক করা জরুরী। একটা কোম্পানির কর্মীরা যতক্ষণ পর্যন্ত কোম্পানিকে ভালো না বাসে ততক্ষণ পর্যন্ত কাস্টমার / গ্রাহক কোম্পানিকে ভালোবাসে না। আর যখন কোম্পানির প্রতি গ্রাহকের কোন ভালোবাসা থাকে না তখন যে কোন সময় গ্রাহক কোম্পানি ছেড়ে চলে যায়।